,

নবীগঞ্জে যুব দিবসের আলোচনা সভা ও র‌্যালি

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে দক্ষ জনশক্তি গড়তে কাজ করছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে বিএনপি জামাত জোট দেশে জঙ্গীবাদ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তিনি গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে “আতœকর্মী যুব শক্তি-টেকশই উন্নয়নের মুলভিত্তি” এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালী শেষে আলোচনা সভা, প্রশিক্ষন সনদপত্র যুব ঋনেরচেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষিত যুবক মোঃ রহমত খাঁন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মৌলানা আব্দুল করিম, গীতা পাঠ করেন যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী পানু কুমার চন্দ। অনুষ্ঠান শেষে ৬ জন যুবকদের মধ্যে ৪০ হাজার টাকা করে ঋনের চেক বিতরন করা হয়।


     এই বিভাগের আরো খবর