,

নবীগঞ্জে ২ সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে ২ সন্তানের জননী রুবি বেগম (২২) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। সে বানিয়াচং থানার বেতকান্দি গ্রামের হাছান মিয়ার স্ত্রী এবং নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখের পাড়া (ভূমিহীন পাড়া) গ্রামের আলী আহমদের মেয়ে। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ রুবী আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করছে। এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রুবি বেগমকে বানিয়াচং থানার বেতকান্দি গ্রামের হাছান মিয়ার সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে হাসান যৌতুকের জন্য স্ত্রী রুবিকে মারপিট করতো। এরই মধ্যে ২সন্তানের মা হন রুবি বেগম। বড় ছেলের বয়স ২ বছর ও ছোট ছেলের বয়স ১ বছর। গত বৃহস্পতিবার বিকালে হাছান মিয়া স্ত্রী রুবি বেগমকে মারপিট করে দু’সন্তান রেখে তাকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ঘটনাটি গ্রামের মুরুব্বীয়ানদের জানানোর জন্য গতকাল শুক্রবার দুপুরে রুবি বেগমের মা শেলী বেগম বাইরে যান। এ সুযোগে রুবি ঘরের দরজা বন্ধ করে পড়নের ওড়না দিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগায়। এ সময় রুবি বেগমের অপর বোন শিরীন বেগম তার স্বামীর বাড়ি বাউসা ইউপির দৌলতপুর থেকে পিত্রালয়ে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে রুবি বেগমকে তীরের সাথে ঝুলন্ত দেখতে পান। সাথে সাথে ঘরের দরজা ভেঙ্গে ওড়না কেটে রুবিকে নিচে নামানো হয়। এ সময় শিরীনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রুবিকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুবির মা-বোন ও আত্মীয় স্বজনরা কান্নায় ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রুবির মা শেলী বেগম।


     এই বিভাগের আরো খবর