,

কথা সাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট কথা সাহিত্যিক মরহুম আব্দুর রউফ চৌধুরীর স্ত্রী শিরিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। লন্ডনের রমফোর্ডে অবস্থিত কুইন্স হাসপাতালে গতকাল বুধবার লন্ডন সময় সকাল ৭টায় এবং বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। তার এক ছেলে আব্দুল বাছিত চৌধুরী বকুল হবিগঞ্জ লন টেনিস কাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, অপর ছেলে ডক্টর মুকিত চৌধুরী, মেয়ে ডক্টর হাসনীন চৌধুরী এবং পারভিন চৌধুরী লন্ডনে বসবাস করছেন। প্রায় দুই মাস পূর্বে শিরিন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলে। চিকিৎসা শেষে তিনি অনেকটা সেড়ে উঠছিলেন। হঠাৎ করে শিরিন চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শিরিন চৌধুরীর লাশ বাংলাদেশে এনে নবীগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হবে। শুক্রবার নাগাদ মরহুমার লাশ বাংলাদেশে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর