,

মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার : ১ যুবক আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করে ভিডিও চিত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় মুখলিছ মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র। বলাৎকারের শিকার কিশোর এনামুল হক (১৭) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই কিশোরের পিতা জারু মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকালে এনামুল হক সে পার্শ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। সেখানে একই গ্রামের মর্তুজ আলীর পুত্র সেন্টু মিয়া (২৫), হাসু মিয়ার পুত্র হারুন মিয়া (২০) ও খুর্শেদ আলীর পুত্র মুখলেছ মিয়া (২০) এনামুলকে জোরপুর্বক ধরে নিয়ে বেগুন ক্ষেতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেধে সেন্টু মিয়া ওই কিশোরকে বলাৎকার করে। বলাৎকারের দৃশ্যটি মুখলেছ ও হারুন ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি প্রশাসনের নহরে এলে পুলিশ মুখলেছকে আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোক্তাদির জানান, মামলা হয়েছে। আটক মুখলেছকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর