,

চুনারুঘাটে সাহিত্য নিকেতন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী বলেছেন, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা অভ্যাস সমাজকে মাদক মুক্ত গড়তে সহায়তা করে। তাই যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি সাহিত্য এবং সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট পৌর শহরে সাহিত্য নিকেতন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, সংগঠনের সভাপতি ডাঃ ইউসূফ আলী, ডাঃ নুরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসেইন জিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মুলেন্দু চক্রবর্তী, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চেয়ারম্যান সবুজ তরফদার, মোঃ রমিজ উদ্দিন, কাউছার উল গণি, এড. আব্দুল হাই, আব্দুল আওয়াল মাস্টার, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আহ্বায়ক বিদ্ৎু পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, এস এম সুলতান খাঁন ও মোঃ নাছির উদ্দিন প্রমুখ। পৌরসভার অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে সাহিত্য নিকেতন ভবনে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পৌর প্রকৌশলী বিভাগ। এর পুর্বে এমপি এড. মাহবুব আলী চুনারুঘাট পৌর শহরের আমকান্দি রাস্তায় একটি ব্রীজ নির্মাণকাজের উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর