,

এমপি কেয়া’র প্রচেষ্টায় অবশেষে বাহুবল হাসপাতালে ৫০ শয্যার সেবা কার্যক্রম শুরু

বাহুবল প্রতিনিধি ॥ অবশেষে কেয়া চৌধুরী এমপি’র প্রচেষ্টায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুর সবুর মিয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. কমল রঞ্জন সাহা, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপদ রায়। বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বৃন্দাবন চা বাগানের ম্যানেজার আমিনুর রহমান, রূপাইছড়া রাবার বাগান ম্যানেজার মফিজুল হক, মুক্তিযোদ্ধা আবুল হাশিম, আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রাহিলা বেগম, সাজ্জাদ হোসেন ও আব্দুর রহমান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর