,

মিয়ানমারের গণহত্যার প্রতিবাদে নবীগঞ্জ দীঘলবাকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারে মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের সর্বস্থরের মুসলিম জনতার উদ্যোগে গতকাল বৃহ¯প্রতিবার বিকালে এক প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বি আবুল ফজল চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মুন্সি কারী মিজানুর রহমান মুসিবপুরী ও এস. এম তাজুল ইসলাম লিলুর যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামিম আহমদ, প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের আহবায়ক মাওলানা শায়খ আব্দুর রকীব হক্কানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও জমিয়ত নেতা মাওলানা নাজমূল ইসলাম সাদিক, মাওলানা আনিছুজ্জামান, মাওলানা আফজাল হোসেন, মুফতি হাবিবুর রহমান, মাওলানা ইকবাল, মাওলানা ওসমান গনি, সিনিয়র সাংবাদিক এম. মুজিবুর রহমান, মাষ্টার আব্দুল আজিজ, মাওলানা ফয়ছল খাঁন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাছান, ডা. মুমিনুল হক, মোঃ জালাল চৌধুরী, মাওলানা নুরুল আমিন চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ নুরী চৌধুরী, আবু সহিদ মিছবাহ, মাওলানা সেকুল ইসলাম, মাওলানা নুরুল আমিন চৌধুরী রুহেল, হাফিজ ফকরুল ইসলাম, শফিকুল ইসলাম নাহিদ। এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যাক ধর্মপ্রান মুসল্লিয়ান উপস্থিত ছিলেন। সভায় অনতিবিলম্বে মিয়ানমারের উপর বর্বরোচিত হামলা লুটপাট অগ্নিসংযোগ ও দর্ষণ এবং নির্বিচারে গণহত্যা বন্ধের আহব্বান জানান জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকরী ভূমিকা রাখার জন্য আহব্বান জানান, পাশাপাশি রোহিঙ্গা’র নির্যাতিত মুসলিমদের জন্য সীমান্ত খুলে দেয়া সহ শরনার্থী হিসেবে তাদের সার্বিক নিরাপত্তা ও আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরদাবি জানান। একই সাথে হবিগঞ্জের ৩টি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করার জোরদাবি করেন। পরিশেষে মাওলানা নাজমূল ইসলাম সাদিক মোনাজাত পরিচালনা করেন।


     এই বিভাগের আরো খবর