,

বাউসা দেবপাড়া প্রাথমিক বিদ্যালয় এন্ড জুনিয়র হাইস্কুলে শিক্ষক সংকট : খন্ডকালীন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা দেবপাড়া প্রাথমিক বিদ্যালয় এন্ড জুনিয়র হাইস্কুল বিগত দুই বছর যাবত পাঁচ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে চারজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ করে কোন রকমে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এর বেতন বহন করে স্কুল চালানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে গতকাল সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর সাথে আলোচনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির মিয়া, সহ-সভাপতি মোঃ কাচন মিয়া, এইচ এম মাসুদ বিন নুর, মোঃ সবুজ আহমেদ, এম এ মোছাব্বির আহমেদ জগলু। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, অচিরেই উক্ত বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে। অতি দ্রুত শিক্ষক নিয়োগ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর