,

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে অর্ন্তভুক্ত হয়েছেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য যুক্ত হয়েছেন। গতকাল বুধবার মহান সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিদের্শে চীফ হুইফ আসম ফিরোজ এমপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠনের ঘোষনা দিলে উক্ত সংসদীয় কমিটি সদস্য হিসেবে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে নাম ঘোষনা করেন। উক্ত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারীয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সদ্য প্রয়াত হওয়ায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এড. আব্দুল মতিন খসরু। উল্লেখ্য এর আগে এমপি কেয়া চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে উক্ত মন্ত্রনালয়ের সংসদীয় কমিটিতে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এবার দায়িত্ব পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের। এ খবর জানার পর কেয়া চৌধুরী এমপির দায়িত্বপ্রাপ্ত এলাকা নবীগঞ্জ-বাহুবলসহ হবিগঞ্জ-সিলেট জেলাবাসীর মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। কেয়া চৌধুরী এমপিকে এ পদে দায়িত্ব দেয়ায় তৃণমূল লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন জানিয়েছেন। তার সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এমপি কেয়া চৌধুরী। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, দায়িত্ব পেয়েছি, সঠিকভাবে পালন করে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি। উল্লেখ্য, এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত হবার পর থেকে তৃণমূল মানুষের পাশে এসে ব্যাপকভাবে উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করছেন। যার ফলে অবহেলিত স্থানে স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এতে করে তিনি তৃণমূল মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন।


     এই বিভাগের আরো খবর