,

চুনারুঘাটে স্বাধীনতা গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। “সুস্থ-সতেজ রাখতে দেহ ও মন, খেলাধুলার প্রয়োজন” এ বাক্যকে প্রতিপাদ্য করে ও ৭১’র সকল মুক্তিযোদ্ধা স্বরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকুটা বাজার সংলগ্ন মাঠে রাসো সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে স্বাধীনতা গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাসো সমাজকল্যাণ সংস্থা’র সহ- সভাপতি আহাদ চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সেক্রেটারি রায়হান আহমেদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ ছামাদ, চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজল, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদির, সুপ্রীম কোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ, বিশিষ্ট মুরুব্বী আফরোজ আহমেদ জমাদার, আবুল কালাম চৌধুরী চুনু, রিপন চৌধুরী, কায়ছার আহমেদ সুহেল, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ চৌধুরী সোহাগ, সাফি ইসলাম, কামরুল আলম তানিম, রাফি ইসলাম, হাবিবুর রহমান ফয়সল, মো. শিপন মিয়া, মো. তারেক, মো. ফরিদ মিয়া, রুয়েল মিয়া, মনির আহমেদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, খেলাধুলা বিভিন্ন অপরাধমূলক কর্ম-কান্ড থেকে দূরে রাখে। ভ্রাতৃত্ব, সমঝোতা ও সম্প্রীতির শিক্ষা খেলাধুলার মাধ্যমে পাওয়া যায়। ইহা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি মনকেও সতেজ রাখে। সবাইকে আগে পড়ালেখা করতে হবে। তারপর মন ও দেহকে চাঙ্গা রাখতে খেলাধুলা প্রয়োজন। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অব্যাহত রাখতে এ প্রজন্মের প্রতি আহ্বান জানান। উক্ত উদ্বোধনী খেলায় বালিয়ারী আদর্শ ক্লাবের সাথে লড়াই করে পীরের বাজার কো অপারেটিভ ক্লাব জয় লাভ করে।


     এই বিভাগের আরো খবর