,

হবিগঞ্জে পশ্চিম ভাদৈ এলাকা থেকে অপহৃত কিশোরী ২ মাস পর ঢাকা থেকে উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকা থেকে অপহরণ হওয়া কিশোরীকে অপহরণের প্রায় ২ মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয় অহপরণকারীকে। এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ভাদৈ এলাকাসহ সর্বত্র রসালো আলোচনার ঝড় বইছে। গতকাল শুক্রবার সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী’র নেতৃত্বে একদল পুলিশ ঢাকার টঙ্গি থানা এলাকার মাজুকাল এলাকা থেকে রুদ্ধশ্বাস অভিযান অপহরণকারীকে গ্রেফতার করা হয় এবং অপহৃতাকে উদ্ধার করা হয়। এদিকে, গতকাল বিকেলে উদ্ধার হওয়া কিশোরীকে ডাক্তারী পরীার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের জানান, শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার সামছু মিয়ার জনৈক কিশোরী কন্যাকে গত ৯ ডিসেম্বর প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে অপহরণ করে বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের রজব আলী’র বিয়ে পাগল পুত্র সমছু মিয়া। পরে এ ঘটনায় গত ৮ জানুয়ারী ওই কিশোরীর পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অপহরণকারীকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। সর্বশেষ গতকাল পুলিশ মোবাইল টেকিংয়ের মাধ্যমে খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা’র টঙ্গি মাজুকাল এলাকায় অভিযান চালিয়ে বিয়ে পাগল সমছু মিয়া (৪৫) কে গ্রেফতার করে। পুলিশ আরও জানায়, এছাড়াও সমছু মিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গ্রেফতাকৃত সমছু মিয়া বিভিন্ন এলাকায় ৭টির’ও অধিক বিয়ে করছে বলে জানায় পুলিশ। এদিকে, এ ঘটনায় গতকাল এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। এনিয়ে এলাকায় চলছে নানান আলোচনা ও সমালোচনা।


     এই বিভাগের আরো খবর