,

প্রবাসীদের স্বার্থ সংরক্ষনে জিএসসি বদ্ধপরিকর – নুরুল ইসলাম মাহবুব

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্রেটার সিলেট ডেভোলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সিলেট চ্যাপ্টারের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পূর্ব দরগা গেইটস্থ একটি অভিজাত রেষ্টুরেন্ট এর সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিলেট জেলা চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং আলী আহসান হাবিব ও কাজী নওসিন তাবাসুম এর যৌথ সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএসসি ইউকে সেন্টাল কমিটির চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি এস সি নিউ ক্যাসেল শাখার চেয়ারপার্সন মোহাম্মাদ আফসারুজ্জামান, বিরোধী দলীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ সেলিম উদ্দিন এম পি, হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মো.আব্দুল মুমিন চৌধুরী বাবু, নিউ ক্যাসেল সিটি কাউন্সিল এর কাউন্সিলর মিশাল ফিলিপ বউম্যান, এন ব্যারনিকা সুইসপিল, নিগ্যাল রিচার্ট টোড, হাবিবুর রহমান ও দিপু আহাদ সুলতান এবং বিগ্রেডিয়ার জেনারেল ডা.আব্দুস সবুর মিঞা পরিচালক এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যক্ষ কর্ণেল (অব) রোটারী গভর্নর এম আতাউর রহমান পীর, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালা উদ্দিন আলী আহমদ, জি এস সি ইউকে সেন্টাল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল মালিক, জি এস সি ইউকে’র সহ-সভাপতি সুরাবুর রহমান ও দৈনিক সিলেট সংলাপের সম্পাদক ও জি এস সি বাংলাদেশের কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফয়জুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেওয়ান মসুদ রাজা চৌধুরী, অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এম এ মান্নান, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, রুজিনা আক্তার সিপা, আফিকুর রহমান আফিক, জেলি বেগম, তাসলিমা আফরিন আখি, তাহরিনা আফরিন রাখি, মোহাম্মাদ শাহ আলম, জান্নাতুল নাইম, হালিমা বেগম, নাজনীন আক্তার কনা, শিলা রানী দাশ, এডভোকেট জোহরা জেসমিন, শারমিন কবির, সাহিদা শিকদার, শেখ ফাতেমা বেগম। আরো বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোছাম্মাৎ বদরুন্নেছা, অধ্যাপক সালেহ আহমদ,ও বিশেষ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মাহবুব বলেন, দ্বৈত নাগরিকত্ব বহাল রাখা ও বৃটিশ ভিসা পদ্ধতি সহজতর করা। প্রবাসীদের এয়ারপোর্ট হয়রানি ও বাসা বাড়ি অবৈধভাবে দখল এবং দেশে নিরাপদে অবকাশকালীন সময় কাটানো ইত্যাদি প্রবাসীদের স্বার্থ সংরক্ষনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল বলিষ্ট ভুমিকা রাখবে। উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক সিলেট শিক্ষাবোর্ড মো.কবির আহমদ, ডা. নাসিম আহমদ,সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা পরিষদের সদস্য স্যায়িদ আহমদ সুহেদ, শাহীন আহমদ, রোনা বেগম, শুকুর আহমদ, আতাউর রহমান, আকলিছ আহমদ,কয়েছ আহমদ সাগর, রতœা বেগম, ফাতেমা জান্নাত, আমিন তামিম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর