,

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন : আজাদ সভাপতি, ফরিদ শিকদার সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৫/০২/১৭ইং সকাল ১১টায় উপজেলার ম্যাপল (কে জি এন্ড হাই স্কুল সামনে নবীগঞ্জ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এক অনারম্বর পরিবেশে নবীগঞ্জ উপজেলার সকল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতাদের উপস্থিতে ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে রফিকুল আলম আজাদ (প্রতিষ্ঠাতা পরিচালক, পাঞ্জেরী কিন্ডার গার্টেন, ইনাতগঞ্জ)কে সভাপতি এবং ফরিদ আহমদ শিকদার (প্রতিষ্ঠাতা পরিচালক, অধ্যক্ষ স্টার ফিউচার কে জি এন্ড হাই ক্যাডেট স্কুল)কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কার্যকরী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি রেজা আহমদ চৌধুরী, (পরিচালক, সবুজ কুড়িঁ কিন্ডার গার্টেন, নবীগঞ্জ)। সহ-সভাপতি ইসমত আহমেদ (পরিচালক, প্রধান শিক্ষক,শাহ তাজ উদ্দীন কোরেশী কে জি স্কুল, চৌধুরী বাজার)। সহ-সভাপতি নজরুল ইসলাম, (পরিচালক, অধ্যক্ষ বেগম জাহানারা প্রি-ক্যাডেট স্কুল, বাংলা বাজার)। যুগ্ন সাধারণ সম্পাদক আঃ নূর (পরিচালক, উদয়ন বিদ্যাপিঠ, আউশকান্দি বাজার)। সাংগঠনিক সম্পাদক ইসমত আহমেদ শাহিন, (পরিচালক, প্রধান শিক্ষক রেড রোজ কে জি স্কুল, রসুলগঞ্জ)। অর্থ ও দপ্তর সম্পাদক মুজিবুর রহমান (অধ্যক্ষ ম্যাপল কে জি এন্ড হাই স্কুল, নবীগঞ্জ)। প্রচার সম্পাদক নূর উদ্দীন, (পরিচালক, অধ্যক্ষ, মাদার ল্যান্ড আইডিয়াল স্কুল, বাউশা)। সহ প্রচার সম্পাদক জিতেন্দ্র বৈদ্য, (অধ্যক্ষ মুড়াউড়া কে জি এন্ড জুনিয়র হাই স্কুল)। শিক্ষা ও ক্রিড়া এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ কায়ছার আহমদ (প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক, লানিং পয়েন্ট ক্যাডেট একাডেমি, আউশকান্দি বাজার )। সহ-শিক্ষা ও ক্রিড়া এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আলী আহমদ (সহকারী প্রধান শিক্ষক, দি মর্ডান কে জি প্রি-ক্যাডেট স্কুল, পানিউমদা বাজার)। মহিলা বিষয়ক সম্পাদক সেজি খানম (সহকারী শিকিক্ষা, ইকরা শিশু উদ্যান, কৈলাশগঞ্জ বাজার)। উল্লেখ্য সারা বাংলাদেশের মত কিন্ডার গার্টেন, ক্যাডেট, বেসরকারী স্কুলগুলি দেশের সু-শিক্ষার মানকে আরও গতীময়, সুষ্ঠ, সুন্দর ও নিয়মনীতির মধ্যে পরিচালনার জন্য নবীগঞ্জ উপজেলার সকল কিন্ডার গার্টেন, ক্যাডেট, বেসরকারী স্কুলগুলির কার্যকরী কমিটি গঠন লক্ষ্যে ৯০ দিন পূর্বে ৭ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিট গঠন করা হয়েছিল এবং চলমান ৯০ দিনের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশের ঘোষনা করা হয়। সেই নিয়ম অনুযায়ী গত ১৫/০২/১৭ইং সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা সদরে, ম্যাপল কে জি এন্ড হাই স্কুলের সামনে এসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে সভায় নির্বাচন কমিটির মাধ্যমে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে উপস্থিত সদস্যদের প্রত্য ভোটে ১৩ সদস্যের দুই বছরে জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উপস্থিত সভায় নতুন কমিটিকে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন মোঃ আসাদুর রহমান (পরিচালক ও প্রধান শিক্ষক শাহাজালাল (রঃ) কে জি স্কুল ,গুমগুমিয়া)। নৃপেন্দ্র লাল দাশ (অধ্যক্ষ সবুজ কুড়িঁ কে জি স্কুল, নবীগঞ্জ)। মোঃ মফিজুর রহমান (প্রধান শিক্ষক, শাহাজালাল (রঃ) কে জি স্কুল, জিয়া পুর)। মোঃ মাসুদ আলম (সহকারী শিক্ষক, ইকরা কে জি স্কুল,কশবা)। রুপম দেব রায় (সহকারী শিক্ষক, রেড রোজ কে জি স্কুল রসুলগঞ্জ বাজার) সহ উপস্থিত ব্যক্তিবর্গরা।


     এই বিভাগের আরো খবর