,

গজনাইপুরে মাদক মামলায় গ্রেপ্তারকৃত সাহেলের মুক্তির দাবিতে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে প্রকৃত মাদক ব্যাবসায়ীদের গ্রেপ্তার ও ষড়যন্ত্রমূলক মাদক মামলায় গ্রেপ্তারকৃত সাহেলের মুক্তির দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জনতার বাজার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আজমান আলীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ই/পি চেয়ারম্যান ইমদাদুল রহমান মুকুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াছ মিয়া, শফিউল আলম, সাবেক মেম্বার ও ই/পি যুবলীগের আহব্বায়ক জমসেদ আলী, বিশিষ্ট মুরুব্বী ফুল মিয়া, দিলাওর মিয়া, ইউপি সদস্য গোলাম মতুর্জা স্বপন, শাহ যোবায়ের আহমেদ যুবলীগ নেতা রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান, লিটন দেব, লিখন আহমেদ প্রমুখ। সভায় বক্তাগন কিছু দিন পূর্বে ডিবি পুলিশ কর্তৃক মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া গজনাইপুর গ্রামের সোবান মিয়ার ছেলে শারীরিক ভাবে অসুস্থ সাহেলকে নির্দোষ দাবি করে তার মুক্তি দাবি করেন। তারা বলেন ব্যাক্তিগত শক্রতার কারণে মিথ্যা তথ্য দিয়ে সাহেলকে ফাঁসানো হয়েছে। এসময় বক্তাগন কোনো দালালের কথায় সত্যতা যাচাই না করে কাওকে গ্রেপ্তার না করতে প্রশাসনের প্রতি আহব্বান জানান। এবং প্রকৃত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করতেও প্রশাসনের প্রতি জোর দাবি রাখেন। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর