,

নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরী : জননেত্রী শেখ হাসিনা’র দেওয়া বিদ্যুৎ দিয়ে গজনাইপুর ইউনিয়নকে আলোকিত করবো

মোঃ মামুন চৌধুরী ॥ এমপি কেয়ার চৌধুরী কর্তৃক ৩ লাখ ৩০ হাজার টাকার বরাদ্দে জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সরকারপাড়ার লোকজনের যাতায়াতের একমাত্র সড়কের সংস্কার কাজ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খছরু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। অন্যান্য্যর মধ্যে বক্তব্য রাখেন, গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা আজমান আলী, সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়া, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক মোঃ লোকমান খান, কুদ্দুছ মিয়া, গজনাইপুর ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নেওয়াজ গাজী, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, ইউসুব আলী, দেবপাড়া ইউপি সদস্য মামদ আলী, আব্দুল মালিক, আবু মিয়া, ছানাওর মিয়া, যুবলীগ নেতা জিলু মিয়া, জসিম মিয়া, কাছন মিয়া, তুহিন আহমেদ রাজা, জয়নাল মিয়া, শাহিন মিয়া ছাত্রলীগ নেতা রায়হান মিয়া প্রমুখ। এ সময় এমপি কেয়া চৌধুরীকে সরকারপাড়ার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, সড়কের সংস্কারের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকারের বরাদ্দকৃত (খাবিকা) অর্থ হতে গত দুই মাস আগে বরাদ্দ দিয়েছিলাম। আরও উন্নয়ন পাবেন। অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য কাজ করছি। এখান থেকে শেষ করে এমপি কেয়া চৌধুরী একই ইউনিয়নের নিশাকুড়ি ও শংকরসেনা গ্রামবাসীর উদ্যোগে মহান স্বাধীনতার মাস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়াবার এ মহান স্বাধীনতার মাসে আমি আপনাদের সামনে এসেছি । জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে এমপি নির্বাচিত করে তৃণমূলের উন্নয়নের জন্য পাঠিয়েছেন। নেত্রীর কাছে বরাদ্দ চাইছি। বরাদ্দ পাচ্ছি। এ বরাদ্দ, উন্নয়ন বঞ্চিত স্থানে স্থানে পৌঁছে দিচ্ছি। বরাদ্দক্রমে উন্নয়ন হচ্ছে। যা সবাই প্রত্যক্ষ করছেন। তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলবাসীর ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে নেত্রীর কাছে দাবী রেখেছিলাম। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে ৪৫০ কিলোমিটার বিদ্যুৎ বরাদ্দ দিয়েছেন। এ বিদ্যুৎ সবার ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি। এমপি কেয়া চৌধুরী বলেন, চিন্তা করবেন না। এ পর্যন্ত যারা পাননি, তাদের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেব। তিনি বলেন, অন্যন্য স্থানের ন্যায় গজনাইপুর ইউনিয়রের পুরো এলাকাকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসব। শুধু একটু অপেক্ষা করুন। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে হত দরিদ্র জনগোষ্টির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করুন। আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। সভায় আওয়ামী পরিবারের শত শত নেতাকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর