,

বাহুবলের ফয়জাবাদ হাইস্কুলে হামলা, শিক্ষার্থীদের মানববন্ধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ছাত্রদের ঝাগড়া-বিবাদের জের ধরে হাইস্কুলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েক ছাত্র আহত হওয়ায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তি আশ্বাস দিলে ছাত্রছাত্ররা অবরোধ তোলে নেয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, গত শনিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা চলাকালে ৭ম শ্রেণীর ছাত্র জুনায়েদ ও ৯ম শ্রেণীর ছাত্র আলী আহমেদ-এর মাঝে ঝাগড়া-বিবাদের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে কর্তৃপক্ষ বিষয়টি মিমাংসা করে দেন। স্কুল ছুটির পর স্থানীয় পূর্ব ভাদেশ্বর গ্রামের মিল্লাদ মিয়ার পুত্র ৭ম শ্রেণীর ছাত্র জুনায়েদ ও তার স্বজনরা রাস্তায় ছাত্রছাত্রীদের আটক করে মারধোর করে। এরপর আরো কয়েক দফা জুনায়েদ ও তার স্বজনরা শিক্ষাথীদের উপর হামলা করে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জুনায়েদ ও তার স্বজনরা স্বশস্ত্র অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করে ৯ম শ্রেণীর ছাত্র নাঈমের উপর হামলা চালায়। এ অবস্থায় বিদ্যালয়ের হট্টগোল সৃষ্টি হলে শিক্ষার্থীরা দিকবিদিক ছুটাছুটি করতে শুরু করে। এ সময় হামলাকারীরা বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও অসৌজন্যমুলক আচরণ করে। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ বিদ্যালয়ে হাজির হলে হামলাকারীরা পালিয়ে যায়। কয়েক দফা হামলার ঘটনায় বিদ্যালয়ের ছাত্রী আলী আহমেদ, রনি, নাঈম ও এক সিএনজি অটোরিকশা চালক আহত হয়। আহতদের বাহুবল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ দিকে হামলার ঘটনার পরপর বিদ্যালয়ের শিক্ষার্থী হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং নিকটবর্তী রশিদপুর-বাহুবল রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানচলাচল বন্ধ করে দেয়। অবরোধ চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আল-রশিদ, প্রধান শিক্ষক প্রসিত কুমার দেব, ম্যানেজিং কমিটির সদস্য নাছিম উদ্দিন, সামিউল ইসলাম ও আব্দুর রউফ মায়া আলী, ছাত্র জুবেদ আলী ও ছাত্রী তানজিয়া আক্তার। পরে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। এ সময় তিনি ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার প্রতিশ্র“তি দেন। এ আশ্বাসের প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা অবরোধ তোলে নেয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক বৈঠকে মিলিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।


     এই বিভাগের আরো খবর