,

হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী হবিগঞ্জেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ীস্থ সানাই কমিউনিটি সেন্টারের ৩য় তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিস্ট ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল আওয়ালের সঞ্চালনায় এবং উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাবেক অধ্যক্ষ আব্দুজ জাহের। স্বাগত বক্তব্য রাখেন, সংশ্লিস্ট ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী ক্বারী মাওলানা মোঃ নাজমুল হোসাইন। সভায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ওই ফাউন্ডেশনের কার্যক্রমে ইসলাম ধর্মের প্রসার ও ধর্মপ্রান মুসলিম সম্প্রদায় সহ ইমামদের কল্যানে বর্তমান সরকারের নানা গৃহিত পদক্ষেপের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সরকারীভাবে ইমামদের ভাতা প্রদান ও বাসস্থানের সুব্যবস্থা করারও দাবী জানানো হয়। পরবর্তীতে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিল ও দোয়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কৃপা চওয়া হয়। তার আগে এক বর্নাঢ্য র‌্যালী শহরে বের করা হয়।


     এই বিভাগের আরো খবর