,

হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষামুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে বিশ্ব যা দিবস ২০১৭। গতকাল শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর আধুনিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। হীড বাংলাদেশ ও নাটাবের সহযোগিতায় হাসপাতাল ক্যাম্পাসে এক আলোচনা সভা সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. সাবিনা আশরাফী লিপি, নাটাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য দেন নাটাব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট র”হুল হাসান শরীফ, প্রেসকাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আলমগীর খান। বক্তারা বলেন, যা নির্মুলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। যা এখন আর মরণব্যাধি নয়। নিয়মিত ওষুধ খেলে যা ভালো হয়। অনুষ্ঠানে নার্সিং ইন্সটিটিউটের শিক শিার্থী, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর