,

সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জ্ঞান বিজ্ঞান বিকাশে বিতর্ক প্রতিযোগীতা এখন সময়ের দাবি। লেখাপড়ার পাশাপাশি একমাত্র সুস্থবিতর্কই পারে শিক্ষার্থীদের মেধা মনন বিকশিত করতে। দৈনিক সমকালের সময়োপযোগী উদ্যোগ নেয়ায় অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। ‘তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে’ এ শ্লোগান নিয়ে গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিএফএফ সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। তারা বলেন একসময়ে স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতা হত। হালে তা দেখা যায়না। শিশুদের অসাধারণ প্রতিভা রয়েছে। শিক্ষক ও অভিভাবকরা এক্ষেত্রে সময় দিতে না পারায় শিশুরা তাদের যোগ্যতা যথাযথভাবে দেখাতে পারছেন না। প্রতিটি জেলা ও উপজেলায় ‘ডিবেট ক্লাব’ গঠন করা খুবই জরুরী। ৫ম সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক চুড়ান্ত প্রতিযোগিতায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও প্রতিযোগীতায় অংশগ্রহনকারিদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। সমকাল হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ হবিগঞ্জ শাখার সাধারন সম্পাদক শাকিলা ববির উপস্থানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপিকা জাহান আরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নাটাব হবিগঞ্জ শাখার সাধারন সম্পাদক এড. রুহুল হাসান শরীফ, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য বাদল রায় । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, বানিয়াচঙ্গ মেধা বিকাশ স্কুলের শিক্ষক রিংকু চন্দ্র দেব, অভিভাবক প্রমথ সরকার, শিক্ষার্থী শেখ ফারিয়া বখত, প্রদীপ্ত সরকার পত্র প্রমুখ। প্রতিযোগিতায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্টান অংশ নেয়। বিতর্কে অংশ নেয়া শিক্ষার্থীরা হচ্ছে, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাতিম ইশরাক, প্রদীপ্ত সরকার পত্র, লুৎফুর রহমান তহবিলদার, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাছিয়া ইসলাম, সাদিয়া মোমিন চৌধুরী, রিজু আক্তার, চুনারুঘাট আদর্শ বিদ্যালয়ের সাগর রঞ্জন দেব, আশরাফুল আলম, সুব্রত ঘোষ, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের উইলসন দাস, আব্দুল মোহাইমিন পলাশ, শুভ কুরি, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের শামীম আহমেদ, ফাহমিদা আকঞ্জি তন্বী, হবিগঞ্জ বালিকা উচ্চ ক্ষিদ্যালয়ের মুনিরা আক্তার, সৈয়দা তারিন বেগম, তানজিলা আক্তার তামান্না, বানিয়াচঙ্গ মেধা বিকাশ স্কুলের সাদিয়া পারভিন মুন, জলি আক্তার, শেখ মারিয়া বখত, শাহজিবাজার বিদ্যুত উন্নয়ন বোর্ড উ”চ বিদ্যালয়ের সামসুদ্দিন আহমেদ আয়েশা আক্তার, ফাতিমা আক্তার সুমা, চাটপাড়া উ”চ বিদ্যালয়ের মোঃ আসাদ মিয়া, কাজি নিলয় আহমদ, ও রাকিব মিয়া।


     এই বিভাগের আরো খবর