,

হবিগঞ্জে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলতে দুপ্রকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ দুর্নীতিমুক্ত রাস্ট্র ও উন্নত সমাজ গঠনে শিশু-কিশোরদের মাঝে মনোভাব সৃষ্টি এবং এই বয়সী সন্তানরাই যাতে নিজেকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এমন ভাবনা নিয়ে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী এক ব্যতিক্রমী চিত্রাঙ্কন প্রতিয়োগিতা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যানরত ৩য় থেকে ৫ম এবং ৬ষ্ট থেকে ১০ শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেন। সন্ধ্যায় ৩ টি গ্র“পে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের এবং আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী-ভিকটিম সুরক্ষা ও সংশ্লিস্ট প্রতিরোধ কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত কুমার বরন, চিত্র শিল্পী আলাউদ্দিন আহমেদ সহ জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। এছাড়া একই দিন সকালে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কয়েক’শ শিক্ষার্থীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কর্মকর্তাগণসহ সংশ্লিস্ট কলেজের অধ্যক্ষ-শিক্ষক ও দুদক কর্মকর্তাগণ।


     এই বিভাগের আরো খবর