,

কেন জাতীয় পত্রিকার সম্পাদকদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে অন্তর্ভুক্ত নয় : হাইকোর্ট

সময় ডেস্ক ॥ জাতীয় পত্রিকার সম্পাদকদের কেন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও তার সঙ্গে ছিলেন নজরুল আলম রনি। গত ২ এপ্রিল এ বিষয়ে রিট করেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক কাজী ইরতেজা হাসান। রিটের আবেদনের যুক্তিতে বলা হয়- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশাজীবীদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে জাতীয় দৈনিকের সম্পাদকদের এই পর্যায়ে রাখা হয়নি। তাই তাদের এই মর্যাদায় অন্তর্ভুক্ত করার জন্য রিট করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর