,

দুবৃত্তদের হামলায় নবীগঞ্জ গজনাইপুরে ছাত্র ও ছাত্রের মা আহতের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সংবাদদাতা ॥ নবীগঞ্জের গজনাইপুরে দুবৃত্তদের হামলায় মা-ছেলে আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আহত মহিলা হাওয়ারুন বেগম। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে পুর্বশক্রতার জের ধরে ইউপি শ্রমিকলীগ নেতা মোঃ সেলিম মিয়ার স্ত্রী হাওয়ারুন বেগম ও তাহার সন্তান গজনাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মোঃ জামিল হোসেন আহত হওয়ার ঘটনায় একই গ্রামের মৃত ছুয়াব উল্লার পুত্র, ছোপান মিয়া ও তার তিন পুত্র, সাহেল মিয়া, সুহেল মিয়া ও শাহীন মিয়াকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন আহত হাওয়ারুন বেগম। অভিযোগ জানা যায়, একই গ্রামের ছুপান মিয়া ও হাওয়ারুন বেগম সম্পর্কে মামা ভাগনি, সেই সুবাধে ছুপান মিয়া তার ভাগনিকে দিয়ে তার প্রতিপক্ষ খুর্শেদ মিয়াকে ফাঁসানোর জন্য খুর্শেদ মিয়া গংদের বিরুদ্ধে মামলা করার জন্য বিভিন্ন ভাবে হাওয়ারুন বেগমকে চাপ প্রয়োগ করে আসছিল। তার এমন প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে ছোপান মিয়া ও তার ছেলেরা। এর জের ধরেই গত ২৫/০৪/১৭ইং অনুমান দুপুর ১২.৩০মিনিটের সময় হাওয়ারুন বেগমের সন্তান গজনাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মোঃ জামিল হোসেন স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে বিবাদী ছোপান মিয়ার বাড়ির সামনে আসা মাত্র ছোপান মিয়া ও তার ছেলেরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করতে থাকে। তার শোর চিৎকারে তাকে বাঁচাতে তার মা হাওয়ারুন বেগম ও তার বাবা সেলিম মিয়া এগিয়ে আসলে বিবাদীরা লাটি-সোটা নিয়ে এলোপাতারী ভাবে মারপিট করে পালিয়ে যায়, এতে হাওয়ারুন বেগম রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এঘটনায় হাওয়ারুন বেগম ও তার পরিবার চরম নিরাপত্বাহীনতায় ভোগতেছেন। বিবাদীরা এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্তথাকায় ও মাদক মামলার আসামী হওয়ায় আবারো যে কোন সময় তাদের উপর হামলার আশংকা করেন হাওয়ারুন বেগম এবং স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর