,

লাখাইয়ে এমপি আবু জাহির : দুর্দিনে আওয়ামী লীগই জনগণের পাশে দাঁড়ায়

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের পাশে সরেজমিনে এসে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনও দুর্গত এলাকার কোথাও যাননি। এমনকি তাদেরকে কোন ধরণের সমবেদনাও জানাননি। তিনি গতকাল লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। ত্রাণ বিতরণে কোথাও কোনও অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে বলা হয়েছে। বিএনপি নেতারা অযৌক্তিক ও অবাস্তব বক্তব্য দিয়ে ফায়াদা হাসিলের চেষ্টা করছেন। যা কোনও অবস্থায় কাম্য হতে পারে না। কৃষকদের নিয়ে রাজনীতি এই অঞ্চলের মানুষ সহ্য করবে না। আওয়ামী লীগ জনগণের দল ও গরীবের পরীক্ষিত বন্ধু। দুর্দিনে আওয়ামী লীগই এসে জনগণের পাশে দাঁড়ায়। বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খাদ্য ও কৃষি উপকরণসহ সবধরণের সহায়তা অব্যাহত রেখেছে। বামৈ ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক মামুনের সভাপতিত্বে চাউল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।


     এই বিভাগের আরো খবর