,

নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনায় বাধা নেই

সময় ডেস্ক ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ এবং অসংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রোববার রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি গ্রহণ করে এ স্থগিতাদেশ প্রদান করেন। একই সঙ্গে আগামী ১৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। ফলে মোবাইল কোর্ট পরিচালনায় আপাতত কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ছিলেন মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।


     এই বিভাগের আরো খবর