,

হবিগঞ্জে উৎসাহ উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ বৌদ্ধবিহার সংঘের উদ্যোগে শ্রী শ্রী মহাদেব শনিদেব মন্দিরে মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলন ও পঞ্চশীল প্রার্থনা ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী শ্রী মহাদেব শনিদেব মন্দিরের সভাপতি ডা. দিলীপ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় বক্তব্য রাখেন, এডভোকেট রণজিত কুমার দত্ত, দিলীপ দাশ চৌধুরী, প্রভাষক ইষু ভূষণ দাশ রায়, এডভোকেট ঝন্টু দেব, হাফেজ মোঃ রমজান আলী, জুবনেল চাকমা প্রমুখ। বক্তাগণ গৌতম বুদ্ধের অহিংসার বাণী অনুসরণের মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক মোবাইলে গৌতম বুদ্ধের জীবন ও দর্শনের উপর বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ডা. স্বপন কুমার বড়–য়া। ধর্মসভা শেষে সঙ্গীত পরিবেশন করেন সুমি বড়–য়া, রুমি বড়–য়া ও উর্মি বড়–য়া। কবিতা আবৃতি করেন আফরোজা আক্তার বিথী। অনুষ্ঠানমালার সঞ্চালনায় ছিলেন গ্লৌরী চাকমা। সমাবেশে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর