,

ভারতে গ্রেফতার হলেন ওসামা বিন লাদেন!

সময় ডেস্ক ॥ অল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে যেন আলোচনা শেষ হচ্ছে না। নতুন নতুন কাহিনী শোনা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। রোববার তার ছেলে হামজা পিতৃহত্যার প্রতিশোধ নেবেন বলে ঘোষণা দিয়েছে। এর একদিন পরই মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা এ্যাডওয়ার্ড স্লোডেন বলেছেন লাদেন জীবিত আছেন। এবং আমেরিকাতেই বিলাস বহুল জীবন যাপন করছেন। এবার শোনা গেল আরেক নতুন কাহিনী। ভারতে ওসামা বিন লাদেনকে গ্রেফতার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই যুবক নিজেকে আল কায়দা নেতা ওবামা বিন লাদেন বলে নাম আধার কার্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। ভারতের রাজস্থান রাজ্যের পুলিশ তাকে ধরে কাস্টডিতে রেখেছে। আটকৃত ওই যুবকের নাম প্রকৃত নাম সাদ্দাম মানসুরি। তিনি লাদেনের নামে আধার কার্ড করতে চাচ্ছিলেন। তিনি ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) নামের একটি প্রতিষ্ঠাতে কাজ করেন। আবেদনপত্রের সঙ্গে লাদেনের একটি ছবিও আপলোড করেন। আধার কার্ডে তিনি অ্যাবেটাবাদের ঠিকানাও ব্যবহার করেছেন। যেথানে লাদেনকে মার্কিন নৌ বাহিনীর কমান্ডাররা ২০১১ সালে হত্যা করেছিল। অ্যাবেটাবাদ হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতোনখোয়া প্রদেশের হাজারা অঞ্চলে অবস্থিত।


     এই বিভাগের আরো খবর