,

নবীগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় (ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং) শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে ওঈঞ রহ ঊফঁপধঃরড়হ খরঃবৎধপ প্রসারে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জে.কে মডেল হাই স্কুলের হল রুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্ত্তী প্রমূখ। এছাড়াও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীগঞ্জের ৪টি হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করা হয়েছে এবং ৭ স্কুলে প্রক্রিয়াধীন আছে।


     এই বিভাগের আরো খবর