,

নবীগঞ্জে “বাল্য বিবাহকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিরোধ মূলক নাটক মঞ্চায়িত

স্টাফ রিপোর্টার ॥ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নের নিমিত্ত উপজেলা প্রশাসন, নবীগঞ্জ কর্তৃক উপজেলার বিভিন্ন ইউনিয়নে “বাল্য বিবাহকে না বলুন” বিভিন্ন শ্লোগানকে যেমন, ১৮ বছরের আগে বিয়ে নয়..পড়া-লেখা করে নারী করবে বিশ্ব জয়। আর নয় বাল্য বিয়ে…এগিয়ে যাব স্বপ্ন নিয়ে। বাল্য বিয়ে আমার জন্য নয়…শিক্ষা প্রগতির পথে জীবন করব জয়। বাল্য বিয়ে বন্ধ করি….ন্যায় ভিত্তিক সমাজ গড়ি। কন্যা সন্তানের বিকাশ ও উন্নয়নে সহায়ক করি..বাল্য বিয়ে বন্ধ করি.. শিশুর শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করি। নারীর নিরাপত্তা চাই…নির্যাতন মুক্ত সমাজ চাই। নারীর প্রতি যৌন হয়রানি ও সহিসতার বিরুদ্ধে..সামাজিক প্রতিরোধ গড়ে তোলুন। মেয়ে আমার অহংকার..১৮ বছরের আগে বিয়ে নয়..এই আমার অঙ্গীকার। বাল্য বিয়ের অভিশাপে…কাঁদছে হাজার কন্যা..কেউ দেখে না চেয়ে। তাদের চোখের জলের বন্যাসহ বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে দিক নিদের্শনামূলক নাটক অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকাল ৪টায় নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবের বাজারে বাল্য বিবাহ প্রতিরোধ মূলক পথ নাটকটি মঞ্চায়িত হয়। গত বুধবার ৭নং করগাঁও ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধ মুক্তি চাই নাটকটি মঞ্চায়িত করা হয়। এবং গতকাল ৯নং বাউসা ইউনিয়নে মুক্তি চাই নাটকটি উপভোগ করেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। ঈদের পর পরই পর্যায়ক্রমে নবীগঞ্জ পৌরসভাসহ সকল ইউনিয়নে মুক্তি চাই নাটকটি মঞ্চয়িত হবে। নাটক উপস্থাপনায়, ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, নবীগঞ্জ, হবিগঞ্জ, সার্বিক সহযোগীতা করেন।


     এই বিভাগের আরো খবর