,

সুতাং বাজারে ভূয়া ডাক্তার বেলালের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারের ভূয়া ডাঃ বেলালের গ্রেফতার দাবিতে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। অপচিকিৎসার শিকার হয়ে স্কুলছাত্র আকাশের মৃত্যুর
ঘটনার বিচার ও ভূয়া ডাঃ বেলালের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তারা। সদর উপজেলার সুতাং শাহজীবাজারে শনিবার বিকাল ৫টায় সুরাবই গ্রামবাসীল উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলমত নির্বিশেষে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানবাধিকার কর্মী এম এম হেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহিলা মেম্বার মুক্তা আক্তার, মোস্তফা জামান হৃদয়, শওকত আলী, সৈয়দ বকুল রহমান, আব্দুল মতিন, আরজু মিয়া ও রিপন মিয়া প্রমুখ। সভায় বক্তারা ভূয়া ডাক্তার বেলালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুমকী দেন। উল্লেখ্য, গত ১৬ মে মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের ১৩ বছরের আকাশ নামের ৭ম শ্রেণীর স্কুল ছাত্রের দাঁত টেনে খোলে ফেলায় অতিরিক্ত রক্তরণে মারা যায় সে। এ ব্যাপারে আকাশের দাদা মৌলভী আব্দুল মান্নান বাদি হয়ে সুরাবই গ্রামের মৃত হান্নান মিয়ার পুত্র বেলাল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। গত ২১ মে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে এ অভিযোগ এনে মামলায় প্যানাল কোডের ৩০২ ধারা সংযোজনের আবেদন করা হয়। আদালতের একটি সূত্রে জানা গেছে আদালত উক্ত মামলাটি পর্যালোচনা করে আহত আকাশ মিয়া মারা যাওয়ায় এ মর্মে প্রতিবেদন আবশ্যক মনে করেন। আদালত আহত আকাশে মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য ও কাগজপত্রসহ প্রতিবেদন দিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর