,

হবিগঞ্জ ও বানিয়াচঙ্গে মানবাধিকার সংস্থার মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১১ টায় উপজেলার সুলতানশী গ্রামে কামারপাড়া সাহেব বাড়ি প্রাঙ্গনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন্নবী মিন্টু, দপ্তর সম্পাদক ডাঃ শেখ এম এ জলিল, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ ওয়হিদুজ্জামান, সৈয়দ আসাদুজ্জামান, যমুনাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ, নাঈম চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা কিসমত আলী, কলেজ ছাত্রী সৈয়দা খাইরুন্নেছা, গৃহবধু শহিদা আক্তার, রুমী চৌধুরী, যুব ও ছাত্র নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এর আগে শনিবার বিকেল ৩ টায় মানবাধিকার সদর উপজেলার শাখার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলার শরীফখানী গ্রামের শেখের হাটি মাস্টার বাড়ি প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট ফজলুর রব, ডাঃ এম এ জলিল, এডভোকেট তকদির মোঃ বেনজির জনাব, মীর গোলাম রাব্বানী, খসরু চৌধুরী, বশির আহমেদ, কিরন চৌধুরী, হাসি চৌধুরী, সুফিয়া খাতুনসহ এলাকার নেতৃস্থানীয় সমাজ সেবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উভয় মাদক ও সন্ত্রাস বিরোধী সভায় বক্তারা বলেন, মদ্যপানে বিশেষ করে যুব সমাজের আসক্তি বৃদ্ধি এবং তৎপরবর্তীতে পথভ্রষ্ট এক শ্রেণীর যুবক নানা অসামাজিক ও অন্যায় কাজে লিপ্ত হয়। ফলে সমাজে অশান্তি বৃদ্ধি পাচ্ছে। বক্তাগন দেশ ও সমাজের স্বার্থে মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন, শিশু পাচার, জুয়াসহ সকল জঘন্য অপরাধ চিরতরে নির্মূল করার মাধ্যমে একটি সুখী সুন্দর সমাজ গঠন এবং বাংলাদেশকে একটি আদর্শ ও উন্নত রাষ্ট্র হিসেব গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনগনকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর