,

মহিলাদের জামা’তে অংশগ্রহণে বাধা দেয়া যাবে না

সময় ডেস্ক ॥ কোনো মহিলা জামা’তে নামাযে শরীক হতে চাইলে তাকে বাধা দেয়া সঠিক নয়। সঠিক হলো তাকে যেতে দেয়া। হযরত সালেম (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, নবী (সাঃ) বলেছেন: “তোমাদের কারো স্ত্রী (নামাযের জন্য) মসজিদে যাওয়ার অনুমতি চাইলে তার স্বামী যেন তাকে বাধা না দেয়” (ছহীহ আল বুখারী: কিতাবুন নিকাহ্, হা: নং ৫২৩৮)। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি: “তোমাদের মহিলারা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দিও” (ছহীহ মুসলিম কিতাবুচ্ছালাত, হা: নং ৯৯১)। হযরত ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “তোমরা আল্লাহ্র বান্দিদেরকে আল্লাহ্র মসজিদসমূহে যেতে বাধা দিও না” (ছহীহ মুসলিম কিতাবুচ্ছালাত, হা: নং ৯৯০)। হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদে যাতায়াতে বাধা দিও না। তবে ঘরই হলো তাদের (নামাযের জন্য) উত্তম” (আবু দাউদ: হা: নং ৫৬৭)। হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন: “মহিলাদের নিজ কামরায় নামায আদায় করা তার ঘরে (সাধারণ কামরায়) নামায আদায় করা অপেক্ষা উত্তম” (আবু দাউদ: কিতাবুচ্ছালাত হা: নং ৫৭০)। যারা বলেন, “কোনো মহিলা মসজিদে নামায পড়তে যাওয়া জায়েয নেই” তাদের একথার কোনো ভিত্তি নেই। অধিকন্তু তাদের একথায় মহিলাদেরকে শরীয়ত যে অধিকার দিয়েছে তাও হরণ করা হয়। অবশ্য মহিলাদের নামায তাদের ঘরে পড়া যে উত্তম বলা হয়েছে, এটা তাদের জন্য কল্যাণকর। তা সত্ত্বেও তারা মসজিদে যেতে চাইলে বাধা দেয়া যাবে না।


     এই বিভাগের আরো খবর