,

নবীগঞ্জে বাড়ীর রাস্তা নিয়ে মারামারি ঘটনা শালিসে মিমাংসার পরও থানায় মামলা গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর বেতাপুর গ্রামে মতিন মিয়ার সাথে একই গ্রামের মৌলদ হোসেন গংদের সাথে বাড়ীর রাস্তা নিয়ে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের গত ১ই মে সকালে ওই বিরোধপূর্ন রাস্তা দিয়ে মৌলদ মিয়া গরু নিয়ে যাওয়ার পথে মতিন মিয়া গংরা বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হন। মারামারি ঘটনার ৯দিন পর বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম ও কবির মিয়ার মধ্যস্থতায় উভয় পক্ষের লোকজনকে সালিসে বিষয়টি দেখে দেয়ার প্রস্তাব দিলে উভয় পক্ষের সম্মতিক্রমে ১০ই মে সকালে ফজল মিয়ার বাড়িতে সাবেক মেম্বার সিরাজ মিয়া সভাপতিত্বে শালিস বৈঠক বসে। শালিস বৈঠকে উপস্থিত ছিলেন নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, সাবেক মেম্বার জিল্লুর রহমান,আঃ রহিম,কনর মিয়া মাষ্টার প্রমুখ। বৈঠকে ৭ সদস্যর বোড তৈরী বিষয়টির মিমংসা করেন। বিরোধ মিমাংসা হওয়ার ১৭ দিন পর নবীগঞ্জ থানায় মতিন মিয়া বাদি হয়ে ১০ নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত বৃহম্পতিবার রাতে থানা পুলিশ মৌলদ হোসনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। বিরোধ নিরসন হওয়ার পর মামলা দায়ের করে আসামী গ্রেফতার করার ঘটনায় এলাকায় আলোচনা ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর