,

নবীগঞ্জে গাড়ি ছিনিয়ে নিতে চালককে মারপিট গাড়ি ভাংচুর, টাকা ছিনতাই : থানায় মামলা দায়ের ॥ আসামীদের দৌড়ঝাপ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে গাড়ি ছিনিয়ে নিতে বেধড়ক ভাবে পিঠিয়ে আহত করেছে চালককে। কিন্তু টাকা ও অন্যান্য জিনিস পত্র লুট করে নিলে ও গাড়ি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে ছিনতাই কারীরা। আহত গাড়ি চালক নবীগঞ্জ থানায় এক ছিনতাইকারির নাম উল্লেখ করে আরো ৫ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেছেন চালক আব্দুল হক নামের লোক। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মামলা থেকে বাচতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ করছে ছিনতাইকারিরা। মামলার অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য পুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল হক। তিনি গাড়ি ঢাকা মেট্রো চ-১১-৩৭৯২ (লাইটেস) গাড়িটি গত ৮ ই জুন ভোর ৬টা ৩০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হন । মহাসড়কের দেবপাড়া বাজারের দক্ষিনে গতিরোধক আইল্যান্ডে পৌছামাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা একদল যুবক তার গাড়িটি গতিরোধ করে চালক আবদুল হককে অতর্কিত ভাবে হামলা চালায় । এবং চাবি নিতে আপ্রান চেষ্টা করে । এ সময় তার আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। এবং হামলাকারীরা পালিয়ে যায়। এমনকি গাড়িটির লক খুলতে না পারায় গাড়ির যাবতীয় গ্লাস ভেঙ্গে প্রায় চল্লিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। ্ওই গাড়িতে থাকা যাত্রী ব্যবসায়ী হার্ডওয়ারি সামগ্রী ক্রয় করতে ঈদের হাঠে যাচ্ছিলেন। এনময় ছিনতাইকারিরা যাত্রীদের কাছে থাকা রক্ষিত ৩ লক্ষ ৫০ হ্জাার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে গাড়ি চালক আব্দুর হক নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের কুর্শেদ মিয়ার পুত্র মুসা মিয়াকে প্রধান আসামী করে ও আরো ৫ জনের নাম অজ্ঞাত রেখে নবীগঞ্জ থানায় ছিনতাই ও লুটপাট মামলা দায়ের করেন। অপরদিকে এ ঘটনায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ । তারা হামলা ও ছিনতাইকারিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।


     এই বিভাগের আরো খবর