,

নিষেধাজ্ঞা অমান্য করে বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন সকাল ১১ টারদিকে জাঙ্গালীয়া (দক্ষিণ বাহুবল) গ্রামের ভেতর খোলা মাঠে নিহার রঞ্জণ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অথিতি ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী স্বারজ রঞ্জণ বিশ্বাস। সভায় নিহার রঞ্জণ বিশ্বাস সভাপতি, সত্যেন্দ্র দাস সাধারণ সম্পাদক ও রাজিব দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এদিকে ৯ জুনের সম্মেলন উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সংগঠনের কমিটি ও ইউনিয়ন কমিটি গুলোর মাঝে দ্বন্ধ থাকার ফলে সম্মেলন নিয়ে আইন শৃংখলার অবনতির আশংকা দেখা দেয়। ফলে আগের দিনই উপজেলা নির্বাহী অফিসার সার্কুলার জারী করে সম্মেলন স্থগিতের আদেশ দেন। ওই সার্কুলার পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ বিষয়টি কড়া নজরদারীতে রাখেন। যাতে ওই সংগঠন কোন প্রকার মিটিং সভা সমাবেশ না করতে পারেন। কিন্তু সম্মেলনের আয়োজক পক্ষ নিহার রঞ্জন দেব সংগঠনের কতিপয় নেতাকর্মী নিয়ে জাঙ্গালীয়া গ্রামের ভেতর গিয়ে সভা অনুষ্ঠান সম্পন্ন করেন। এ কথিত সম্মেলনকে কেন্দ্র করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পুটিজুরী, সাতকাপন ও মিরপুর ইউনিয়ন কমিটি সহ উপজেলা কমিটির সিংহভাগ দায়িত্বশীল কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। উল্লেখ্য, সম্প্রতি সংগঠনের সদস্য সচিব অভিজিৎ ভট্টাচার্য্যকে দায়িত্ব থেকে বিধিবহির্ভূতভাবে অব্যাহতি দেয় উপজেলা আহবায়ক কমিটি। এ নিয়ে গঠনতান্ত্রিক ঝামেলা সৃষ্টি হওয়ায় জেলা সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী অভিজিত সদস্য সচিব হিসেবে বহাল আছেন জানিয়ে লিখিত চিঠি ইস্যু করেন। কিন্তু সদস্য সচিব অভিজিতকে পাশ কাটিয়েই ঘরুয়া পরিবেশে কমিটি গঠন করে ফেলেন। এতে সংগঠনে ‘স্পষ্ট ফাটল’ অনিবার্যভাবে দেখা দেয়। উপজেলা ও ইউনিয়ন কমিটির অনেকেই ৯ জুন জাঙ্গালীয়া গ্রামের অনুষ্ঠিত সভায় কমিটি গঠনকে জাঙ্গালীয়া শাখার কমিটি বলে আখ্যায়িত করেন। এক্ষেত্রে পাল্টা উপজেলা কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে যা অপর একটি গ্র“পের সাথে আলাপ করে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর