,

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আব্দুল গণি নামের এক ব্যক্তি গুরুতর আহত

সংবাদদাতা ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন আহতর ভাই। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাও গ্রামের হাজী আব্দুল শহীদ এর পুত্র মোঃ আব্দুল গণি ও একই গ্রামের মৃত সৈয়দ লেবু মিয়ার পুত্র সৈয়দ সোহাগ গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মনো মালিন্যসহ মামলা মোকদ্দম চলে আসছিল। গত বুধবার আব্দুল গণি নবীগঞ্জ বাজারস্থ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ইমু ফ্যাশনের ঈদের মালা-মাল ক্রয় করার জন্য নবীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখা হইতে ৩ লক্ষ টাকা উত্তোলন ও শিবপাশা রোডস্থ জয়নাল মিয়ার ধানের আড়ৎ থেকে আরো ২ লক্ষ টাকা সংগ্রহ করে ৫ লক্ষ টাকা নিয়ে মালামালক্রয় করার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন। রাত ৯ টায় আইনগাঁও শিবপাশা রোডের সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন মতিউর মিয়ার ফার্নিচারের দোকানের সামনে পৌছা মাত্র। পূর্ব বিরোধের জের ধরে বিবাদী সৈয়দ সোহাগ তার সহোদর সৈয়দ সাগর গংদের হাতে থাকা দা ও জিআই পাইপ দিয়া আব্দুল গণির পথরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে সাথে থাকা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় আব্দুল গণিকে পথচারিরা উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হামলার ঘটনায় আব্দুল গণির ভাই আব্দুল ওয়াহিদ বাদী হয়ে সৈয়দ সোহাগ, সৈয়দ সাগর, সৈয়দ জাহাঙ্গীর, আব্দুল আহাদসহ ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর