,

প্রধান বিচারপতির ছুটির জন্য লিখা পত্রে কী আছে

সময় ডেস্ক ॥ গত দুই দিন আলোচনায় ছিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি প্রসঙ্গ। দুপুরে সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতির পদত্যাগপত্র পড়ে শোনান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি এ সময় প্রধান বিচারপতির অসুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনাও করেন। আইনমন্ত্রী বলেন, ‘আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে দায়িত্বে ফিরবেন।’  কী আছে সেই চিঠিতে : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদন করেন। বাংলাদেশ সুপ্রিম কোটের প্যাডে ২ অক্টোবর বাংলায় লেখা রাষ্ট্রপতি বরাবর চিঠিতে বিষয় হিসেবে অসুস্থতাজনিত কারণ উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি ৩০ দিনের ছুটির আবেদন করেছেন। বাংলায় লেখা চিঠিতে তিনি বাংলায় স্বাক্ষর করেছেন। এই আবেদনে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘মহাত্মন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গত বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি। আমি ইতোপূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্তই প্রয়োজন। ফলে আমি ৩ অক্টোবর ২০১৭ খ্রি. হতে ১ নভেম্বর, ২০১৭ খ্রি. পর্যন্ত ৩০ (ত্রিশ) দিন ছুটি ভোগ করতে ইচ্ছুক। এমতাবস্থায়, আগামী ৩ অক্টোবর ২০১৭ খ্রি. হতে ১ নভেম্বর ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। ’


     এই বিভাগের আরো খবর