,

অন্তত একটা জয় তো প্রাপ্য বাংলাদেশের!

সময় ডেস্ক ॥ ক্রিকেটে যে দলটি গত দু’বছরে ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক সাফল্য এনে দিচ্ছিল বাংলাদেশকে, সে দলটি কেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে একের পর এক ম্যাচ হারবে! দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাংলাদেশ ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে। প্রোটিয়া সফরে দুই ফরমেটে হোয়াইটওয়াশের পর টাইগারদের অবস্থা আজ এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, আগামীকাল রোববার দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচটি হারলে প্রোটিয়া সফরে তিন ফরমেটেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে সাকিব-রিয়াদদের। যা গত দুই বছরে বিশেষকরে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করা দলটির সাথে বলতে গেলে একেবারেই বেমানান। এখানে আরও একটা কথা বলা দরকার, ওয়ানডে সিরিজে বাংলাদেশের ধারাবাহিকতার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হচ্ছে, মাশরাফির নেতৃত্বে গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেয়, যার মধ্যে লাল-সবুজের দলটি এই প্রথম বিশ্বের কোন মেগা ইভেন্টের সেমিফাইনাল খেলে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। আর সঙ্গত কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্তত একটা জয় তো প্রাপ্য বাংলাদেশের। দেয়ালে পিঠ টেকে যাওয়া বাংলাদেশ দল পচেফস্ট্রুমের সেনউহস পার্কে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে। দীর্ঘ নয় বছর দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়া টাইগারদের জন্য এ ম্যাচটি সফরের শেষ ম্যাচ। এখন দেখা যাক বিশ্বক্রিকেটে বিশেষকরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ যদি শেষ ম্যাচটি জিতে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পায় কিনা। আর যদি তা-ই হয়, তবে একের পর এক পরাজয়ের গ্লানি থেকে প্রথমত ক্রিকেটাররা মুক্তি পাবে! অন্যদিকে এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের প্রথম বিজয়ের নতুন অধ্যায় সূচিত হবে। আর সেটা হলেই বা মন্দ কি! টিম বাংলাদেশ বলে কথা। টাইগাররা শেষ ম্যাচে একটা জয় ছিনিয়ে আনতে পারলে তাও তো মন্দ নয়। তারচেয়েও বড় কথা, শেষ ভাল যার সব ভাল। কোটি ভক্ত লাল-সবুজের শেষ ম্যাচে জয়ের দিকে তাকিয়ে থাকবে। যদিও টাইগারদের এ সিরিজে একটি জয়ের জন্য আগামীকাল রবিবার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো না, কারণ যে ওই একটাই, আর সেটা হচ্ছে গত ম্যাচে আমরা জিততে জিততেও যে হেরে গেলাম!


     এই বিভাগের আরো খবর