,

এমপি কেয়া চৌধুরী’র উপর হামলার প্রতিবাদে আজ বাহুবলে মহাসড়ক অবরোধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপিসহ নারী ইউপি মেম্বারদের উপর হামলা ঘটনার  হামলাকারীদের গ্রেফতার দাবিতে প্রতিদিন বাহুবল ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান ধর্মঘট ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটি। কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়েছে। গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার ও সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ অন্যান্যরা আহত হন। গত ১৮ নভেম্বর রাতে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন উপজেলার লামাতাসী ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার। মামলায় নবনির্বাচিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে বাহুবল, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, সিলেটসহ দেশ-বিদেশে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ নভেম্বর সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৫ ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট শেষে ২৬ নভেম্বর বাহুবল উপজেলা সদরস্থ মৌচাক পয়েন্টে ঢাকা-সিলেট মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর