,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর পত্রিকার প্রথম পৃষ্টায় নবীগঞ্জের মাদক স¤্রাট শাহ মুছার হুমকিতে পিছু হটলো পুলিশ এলাকা তোলপাড় শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত ঘটনা না লেখে সাংবাদিক ভাইদের একটি পক্ষ মনগড়া তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করা  হয়েছে তা হাসক্যর ও মানিকর বটে। আমাদের গ্রামের হেলালের সাথে শাহ মুছার পিতার শাহ খুশেদ মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধের দ্বন্দ হয়। এ নিয়ে হেলাল থানায় একটি অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে তদর্ন্ত করতে গেলে পুলিশ হেলালের পক্ষে কথা বললে পুলিশের সাথে শাহ মুছা মিয়া তর্কে জড়িয়ে পড়ে। পরদিন নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান আমাদের সাথে নিয়ে বিষয়টি মিমাংসা করে দেন যাহা উভয় পক্ষ মেনে নেয়। আমাদের গ্রামের শাহ মুছা মাদ্রক সম্রাট বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। মাদ্রক সম্রাট কিংবা চোরাই মটর সাইকল ক্রয় বিক্রয়ের সাথে মুছা জড়িত থাকলে আমাদের জানা থাকতো কিংবা আমাদের কাছে মানুষ বিচার প্রার্থী হত। মাদ্রক কিংবা চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয় শাহ  মুছা জড়িত আছে বলে আমাদের জানা নেই। তাই আমরা পৌর এলাকার সালামতপুর গ্রামবাসীর পক্ষে উক্ত মিথ্যা মানহানীকর সংবাদের তীব্র প্রতিবাদ নিন্দা জানাই।

প্রতিবাদকারী
গ্রামবাসীর পক্ষে
পৌর কাউন্সিল কবির মিয়া সালামতপুর গ্রামের মুরব্বি মনা মিয়া, মোজ্জাফর মিয়া, আলকাছ মিয়া, শাবান মিয়া, কালাম মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর