,

৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরনবীগঞ্জের রুস্তমপুরে গৃহবধুর ঘরবাড়ী দখলে মরিয়া একটি প্রভাবশালী চক্র

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আফরোজ মিয়ার ঘর বাড়ির দখল করার পায়তারা করছে একটি  চক্র। এব্যপারে আফরোজ্জামান এর স্ত্রী করুনা বেগম বাদী হয়ে গত সোমবার হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের মৃত সিকন্দর মিয়ার পুত্র তাজুদ মিয়াসহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, করুনা বেগমের স্বামী আফরোজ্জামান দীর্ঘদিন যাবত জীবীকার তাগিদে সৌদি আরব বসবাস করে আসছেন। মাঝে মধ্যে ছুটি নিয়ে জন্মস্থানে আসা যাওয়া করেন। বাড়িতে না থাকার সুবাদে একই গ্রামের একটি প্রভাবশালী চক্র মোঃ তাজুদ মিয়ার ভাই আলাল মিয়াসহ একটি চক্র তাদের বাড়ি ঘর জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রভাবশালীরা সামাজিকভাবে সালিশ বিচার পঞ্চায়েত না মানায় অবশেষে মামলা দায়ের করেন। করুনা বেগম মামলায় আরো উল্লেখ করেন। তাঁর স্বামী আফরোজ্জামান ভুমির প্রকৃত মালিক এমনকি একই গ্রামের বেলা বেগম স্বামী কাঁচন মিয়ার নিকট হইতে রেজিষ্ট্রি দলিল নং ১৫৯৪/২০১৭ইং মূলে ক্রয় করিয়া  বৃদ্ধ শশুর ও সন্তানদের নিয়ে ভোগ দখল এবং বাড়ীতে বসবাস করছেন। তাদের পরিবারে কোন সক্ষম উপযুক্ত লোক না থাকায় আসামী পক্ষের লোকজন তার নিকট চাঁদা হিসেবে টাকা পয়সা দাবী করে আসছিলো। তাহাদের দাবীকৃত টাকা পয়সা না দেওয়াতে স্বত্ব দখলীয় তফসিল বর্ণিত ভূমি মৌজা ফুটারচর জে এল নং ১৩৬ হালে ১৩৯ সাবেক খতিয়ান ১৪ হালে ৮০ সাবেক দাগ নং-১০৭৫ হাল দাগ নং- ১৮৫৪ ইহাতে ৭ শতক বাড়ী রকম ভূমিতে বিবাদীরা ঘর দরজা গাছপালা লাগাইয়া তাদের দখলে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা নিষেধ করলে করুনা বেগম ও তাঁর পরিবারের লোকজনকে হত্যার হুমকিও দিয়ে আসছে উল্লেখিত আসামীরা। আসামীরা বিরুদ্ধে দায়ের করা মামলা বিজ্ঞ আদালত আমলে নিয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আইন শৃংখলা বজায় রাখতে এবং যাতে নালিশা জমিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর