,

নবীগঞ্জের ইনাতঞ্জ ও দীঘলবাকে কৃষকদের মধ্যে শেভরনের কৃষি সরঞ্জমাদি বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ৫ মৌজায় ও দীঘলবাক ইউনিয়নে ট্রেক্টর, পাওয়ার ডিলার, ধান কাটার ও মারার মেশিন বিতরণ করেছে। গতকাল বুধবার বেলা ২টার সময় বিবিয়ানা সাউথ প্যাড সংলগ্ন কৃষি  সরঞ্জমাধি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিল্ড সিই কমিউনিকেশন এসিষ্টেন ম্যানেজার হাসান ইমাম আখন এর সভাপতিত্বে কমিউনিটি এনগেজমেন্ট সিনিয়র কো-অর্ডিনেটর মুরাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিবিয়ানা গ্যাস প্লান্ট সুপারিন্টেন্ডেন্ট ব্রায়ান এস মিটিসেক। বিশেষ অতিথি ছিলেন, এইচ,ই,এইচ সুপারিন্টেন্ডেন্ট সঞ্জয় কর, ফিল্ড ফেসিলিটিজ ম্যানেজার ইমরান কাইজ, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ (এওলা মিয়া), সিভিল সুপাভাইজার আকরাম হোসেন, কমিউনিটি এনগেজমেন্ট সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বয়াত উল্লা, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৫ মৌজার সভাপতি আলমগীর মিয়া, সাধারন সম্পাদক জাহাঙ্গীর বকস, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলজার মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে ইনাতগঞ্জের নাদামপুর, কাকুড়া, করিমপুর, পিরোজপুর, চানপুর গ্রামে ৫ মৌজা ও দীঘলবাক, রাধাপুর, জামারগাঁও গ্রামে যৌথভাবে কৃষকদের মধ্যে ৪টি ট্র্যাক্টর, একটি পাওয়ার ডিলার ও একটি করে ধান কাটা ও মারার মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর