,

বানিয়াচংয়ের বড়বাজার পৌষ মেলায় জুয়া খেলার অপরাধে এক যুবক দন্ডিত

আনোয়ার হোসেন ॥ বানিয়াচংয়ে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলার ১ম দিনে জুয়া খেলার অপরাধে এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। সে উপজেলার দল গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র মোঃ মলাই মিয়া (৩৫)। প্রতিবছর বড়বাজার, মাতাপুর, কালীবাড়ীর মেলায় জুয়া খেলার জমজমাট আসর বসলেও এবার উপজেলা প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় জুয়ারীরা কোনঠাসা হয়ে পড়েছে। ফাঁক বুঝে জুয়ার আসর বসলেও ধাওয়া করছে পুলিশ ও এলাকাবাসী। ফলে নির্বিঘেœ অতিবাহিত হয়েছে বড়বাজারের পৌষ মেলা। জানা যায়,  বানিয়াচংয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলা। মেলাকে ঘিরে পুরো বানিয়াচংয়ে কোমলমতি শিশু কিশোরদের মাঝে চলছে উৎসবের আমেজ। তবে অন্যান্য বছরের ন্যায় এবার জুয়া খেলাসহ অশ্লীলতা বন্ধে উপজেলা ও পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছেন। মাতাপুর মেলায় গত বুধবার থেকে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বসছিল বড়বাজার শহীদ মিনারের পাশে পৌষ মেলা। সকাল থেকে দুপুর পর্যন্ত সব ঠিকঠাক মতই চলছিল। দুপুর ২ টায় মেলার পাশে নন্দী বাড়ীতে জুয়ার আসর বসায় একদল লোক। খবর পেয়ে বানিয়াচং থানার এস আই সাইফুল মোল্লা নায়েক সেতু রঞ্জন দাশ ও সিপাহী বদরুল আলমকে সাথে নিয়ে জুয়ারীদের আস্তানায় হানা দেন। এ সময় মলাই মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। বাকীরা পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বন্দ্বীপ কুমার সিংহের ভ্রাম্যমান আদালত জুয়ারী মলাইকে ৩ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য প্রতি বছরের পৌষ মাস শেষ হওয়ার ৩ দিন বাকী থাকতে বড়বাজারের মাধ্যমে শুরু হয় ৩ দিন ব্যাপী পৌষ মেলা। স্থানীয় শহীদ মিনারের পাশে বসে বড়বাজারের মেলাটি। আজ শুক্রবার আদর্শ স্কুলের পাশে শুরু হবে মাতাপুরের মেলা। আগামীকাল শনিবার কালী বাড়ী মেলার মাধ্যমে শেষ হবে ৩ দিনের পৌষ মেলা। এদিকে খোঁজ নিয়ে জানা যায় মাতাপুরের মেলায় প্রতি বছরই বসে জমজমাট জুয়ার আসর। মেলার পরদিন বসে বউ মেলা। ফলে এলাকাবাসীর মাঝে এবছর এ নিয়ে চলছে বিরুপ প্রতিক্রিয়া। জানতে চাইলে সৈদরটুলা-মাতাপুর ৭ মহল্লার ছান্দ সরদার জালাল উদ্দিন খান বাবুল জানান, মেলায় জুয়া খেলা বন্ধ এবং শান্তি শৃংখলা রক্ষার্থে ছান্দবাসীর করনীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে ছান্দের বিশেষ বৈঠক করা হবে। কালী বাড়ীর মেলার একটু অদূরে দিনের বেলায়ই প্রতি বছরই বসে জমজমাট জুয়ার আসর। এতে উঠতি বয়সের যুবকরা এমনকি কিশোররাও অংশ গ্রহন করে টাকা খোয়ানোসহ আসক্ত হচ্ছে জুয়ার দিকে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার স্বন্দ্বীপ কুমার সিংহ জানান, মেলার সুযোগ নিয়ে কেউ যাতে জুয়া, মাদকসহ অশ্লীলতা না করতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন তৎপর থাকবে। জানতে চাইলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, জুয়াসহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বন্ধে বুধবার থেকেই বানিয়াচংয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনভাবেই এসব অপকর্ম করতে দেওয়া হবেনা বলে জানান ওসি। বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখের মহল্লা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশি^র আহমেদ জানান, জুয়া খেলা ইসলামের দৃষ্টিতে হারাম। এ ধরনের সমাজ বিরোধী কাজ যাতে না হয় সে জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি। বানিয়াচং তাগলীব জামাতের আমীর মাওলানা সোহান জানান, জুয়া খেলা বন্ধে এলাকাবাসীকে নিয়ে সার্বক্ষনিক মেলার আশ-পাশে অবস্থান করছি।


     এই বিভাগের আরো খবর