,

শায়েস্তাগঞ্জে স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্ম উৎসব পালন

সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে পূর্ব বড়চর এলাকায় রাম কৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম উৎসব পালন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো গতকাল শুক্রবার ভোর সকাল থেকে দিন ব্যাপী মঙ্গল আরতি, ভজন সংগীত ও বাল্য ভোগের মধ্য দিয়ে জন্ম উৎসব শুরু হয় এবং সকাল ১১টায় পদাবলী কীর্ত্তন চলে। উক্ত জন্ম উৎসব কমিটির আহ্বায়ক স্বপন কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক ডাঃ অনুকূল দাশ এর সঞ্চলনায় স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম উৎসবে শতাধিক নারী-পুরুষ উপস্থিতিতে উৎসবে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা প্রাণেশ দত্ত, হবিগঞ্জ সারদা সংঘের সম্পাদিকা শ্রী মতি রেখা রায়, সুনিল দেব রায় প্রমূখ। সভাশেষে বিকেল ৪টায় পালাকীর্ত্তণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


     এই বিভাগের আরো খবর