,

বন্যা, জলবাদ্ধতা ও ভূমিধস বিষয়ক বিশেষ সম্মেলন সমাপ্ত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস বিষয়ক বিশেষ সম্মেলন শেষ হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ১২ ও ১৩ জানুয়ারি দুইদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলান (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয়, গবেষণা, পেশাজীবি ও সামাজিক সংগঠন এবং ৩৮টি বিষয় সংশ্লিষ্ট সামাজিক আন্দোলনের সহযোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২য় দিন তৃতীয় সম্মিলিত অধিবেশন “জলাবদ্ধতা ঃ বিপর্যস্ত নগর ও গ্রামীন জীবন” অধিবেশনে নির্ধারিত আলোচক ছিলেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। বাপা’র সহসভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম এ খানের সভাপতিত্বে এই অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন সেন্টার ফর আরবান স্টাডিজ এর সভাপতি নগর গবেষক অধ্যাপক নজরুল ইসলাম, সহযোগী সভাপতি ছিলেন এএলআরডি’র শামছুল হুদা। নির্ধারিত আলোচক ছিলেন বাপা’র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, বিআইপি ঢাকার ড. আকতার মাহমুদ, নগর পরিকল্পনাবিদ সৈয়দা জেরিন হোসেন, তোফাজ্জল সোহেল, ইকবাল কবির জাহিদ ও বুয়েটের শিক্ষক ড. ইশরাত ইসলাম। “জলাবদ্ধতাঃ বিপর্যস্ত হবিগঞ্জ” শীষক মাল্টিমিডিয়ায় প্রবন্ধে তোফাজ্জল সোহেল হবিগঞ্জের জলাবদ্ধতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, হবিগঞ্জের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও পরিবেশ বিপর্যয়ে মানুষ আতঙ্কিত-উৎকন্ঠিত। জলাবদ্ধতার জন্য প্রাকৃতিক কারণ দায়ী নয়, এটি মনুষ্যসৃষ্ট। জলাবদ্ধতা ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে অপরিহার্য পুরাতন খোয়াই নদী, পুকুর, জলাশয়, খাল রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নজরে পড়ছেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার জন্য এবং ভূমি দখলকারীদের অবৈধ দখলের কারণে পুরাতন খোয়াই নদী বিলীন হয়ে যাচ্ছে। ফলে হবিগঞ্জের জলাবদ্ধতাসহ পরিবেশ বিপর্যয় চরমে পৌছেছে। ২ দিনের সম্মেলনে ১৫টি বৈজ্ঞানিক সমান্তরাল অধিবেশন, ৪টি সম্মিলিত অধিবেশন, ১টি কৌশলগত অধিবেশন এবং উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে বাপা, বেনসহ আয়োজকদের সদস্য, শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, পরিবেশ ও সামাজিক আন্দোলনের প্রতিনিধি, উন্নয়ন ও মানবাধিকার কর্মী, পরিবেশ বিপর্যস্ত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ, সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিসহ চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সম্মেলনে কৌশলগত অধিবেশনে সম্মেলনের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক ডা. মোঃ আব্দুল মতিন, সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশসমুহ ও সাধারণ অধিবেশনের সুপারিশ উপস্থাপন করেন অধ্যাপক এম শহীদুল ইসলাম ও বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল।


     এই বিভাগের আরো খবর