,

হবিগঞ্জের নিজামপুর গ্রামে ভাংচুর ও লুটপাট মামলায় পিতা-পুত্র কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাটের মামলায় পিতা-পুত্রসহ ৬ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিম তাদেরকে কারাগারে প্রেরণ করেন। এর আগে ওই গ্রামের মৃত আতর আলীর পুত্র আব্দুল জব্বার, তার পুত্র তুষার মিয়া, উজ্জল মিয়া, উস্তার মিয়া ও বাচ্চু মিয়ার পুত্র নোমান মিয়া এবং সুরত আলীর পুত্র মানিক মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট কামাল উদ্দিন সেলিম। আসামীপক্ষে ছিলেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি ব্যবসায়ী আব্দুল মতলিবের দোকান ভাংচুর ও লুটপাটসহ বনের লাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আসামীরা। এ ব্যাপারে তিনি হবিগঞ্জ সদর থানায় মামলা করলে আসামীরা আদালতে হাজির হয়।


     এই বিভাগের আরো খবর