,

গ্রেটার ম্যানচেস্টার নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কমিটি গঠন

ম্যানচেস্টার প্রতিনিধি ॥ গত বুধবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ হাউসের কনফারেন্স হলে গ্রেটার ম্যানচেস্টার নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি অনুমোদনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। হারুন মিয়ার সভাপতিত্বে ও জসিম আহমেদের  পরিচালনা উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি ডি এন কুরাইশি, হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের ডিপুটি সেক্রেটারি গাওছুল ইমাম চৌধুরী সুজন, বাহুবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক শামিম তালুকদার। সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তোলাওয়াত করেন হাজি মাসুদ মিয়া। বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেষ্টারের স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব চ্যানেল আই ইউরুপের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, এটিএন বাংলা ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর, এনটিভির ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন, জিএমবি এর সাংস্কৃতিক সম্পাদক শফিক মিয়া, সৈয়দ নাজমুল হুসেন বুলবুল, মুহাম্মদ আসাদুল হক, মকুল আহমেদ প্রমুখও। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী তিন বৎসরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন প্রদান করেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের ও গ্রেটার ম্যানচেস্টার হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ারের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব। উপদেষ্টা পরিষদ ঃ গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, সিজিল মিয়া চেয়ারম্যান শাহ জালাল মসজিদ কমিটি, মইনুল আমিন বুলবুল উপদেষ্টা জিএমবিএ, খন্দকার সূফী মিয়া চেয়ারম্যান খদকার ট্রাস্ট, আব্দুল কাসেম চেয়ারম্যান শাহ পরান মসজিদ কমিটি, গোলাম মস্তোফা চৌধুরী এমবিই, মন্নান খান, জালাল আহমেদ একাউনট্রেন্ট, সামছুউদ্দিন আহমেদ এমবিই, আব্দুল হামিদ মেনাজার পিবিএল ওল্ডহ্যাম, দেওয়ান নাজিম উজ্জামান কুরাইশি, মনির আহমেদ, সুরুজ্জামান মন্নান, সজিব আহমেদ চৌধুরী, সভাপতি হারুন মিয়া, সহ-সভাপতি যথাক্রমে আবু শাহিদ, সহ-সভাপতি সুরুক মিয়া, সহ-সভাপতি সালেহ আহমেদ, সহ-সভাপতি ফায়েক গুরি সহ-সভাপতি সৈয়দ নাজমুল হুসেন বুলবুল, সহ-সভাপতি মিল্লাদুর রহমান, সহ-সভাপতি দয়া মিয়া, সহ-সভাপতি আব্দাল মিয়া, সহ-সভাপতি তরাজ মিয়া, সহ-সভাপতি আব্দুল মালেক সওদাগর, সহ সভাপতি শফিক মিয়া, সাধারন সম্পাদক জসিম আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক আজিজুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আজিজুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আলী চৌধুরী ফরিদ, ট্রেজারার কামাল আহমেদ, যুগ্ম ট্রেজারার মুহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিবুর খদকার, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, পাবলিসিঠি এন্ড পাবলিকেশন সম্পাদক মকুল আহমেদ, যুগ্ম পাবলিসিঠি এন্ড পাবলিকেশন সম্পাদক জুবেদ আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান নিয়াজ চৌধুরী, মহিলা বিষযক সম্পাদীকা মিসেস শাহানা বেগম, যুগ্ম মহিলা বিষযক সম্পাদীকা রেশমি আক্তার হাসিনা, ইভেন সম্পাদক আব্দুল মতিন, অফিস সেক্রেটারী এম.এম রহমান রুহিত, যুগ্ম অফিস সেক্রেটারী মাহিদ মিয়া, ক্রিড়া বিষয়ক সম্পাদক আলী আসগর চৌধুরী, দূরযোগ বিষয়ক সম্পাদক আব্দাল মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক সারুয়ার খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মাসুদ মিয়া সম্মানিত সদস্যরা হলেন- আব্দুল আহাদ, সিয়াজুল ইসলাম জগলো, সেজলু মিয়া, সালিক মিয়া, আমান ইসলাম ফজলু, তাহির মিয়া, কামড়ান মিয়া, মইন উদ্দিন আহমেদ, জুয়েল আহমেদ চৌধুরী, খুকন আহমেদ চৌধুরী, সুহান আহমেদ চৌধুরী, আব্দুস সালাম, আব্দুল করিম, নানু মিয়া, সালাউদ্দিন, তৌফিক মিয়া, শাহিন মিয়া, খালেদ মিয়া।


     এই বিভাগের আরো খবর