,

খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মেয়র জি.কে গউছের নেতৃত্বে বের হওয়া মিছিলটি চিড়েখানা সড়কের মুখে যাওয়া মাত্রই পুলিশ ব্যারিকেট সৃষ্টি করে বাঁধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শ্লোগান দিতে থাকে। পুলিশের সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হন মেয়র জি কে গউছ। এক পর্যায়ে মেয়র জি.কে গউছসহ মিছিলটি অবরুদ্ধ করে রাখে পুলিশ। এ সময় পুলিশের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- বাংলাদেশের গণতন্ত্র আজ পুলিশ বেষ্টুনিতে অবরুদ্ধ। রাজনৈতিক কর্মসূচীতে বাঁধা সৃষ্টি করে পুলিশ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই দুর্ভাগ্যজনক। মেয়র বলেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। কয়েকজন পুলিশ দাড়িয়ে বিএনপির মিছিল প্রতিহত করতে পারবে না। ব্যারিকেট ভাঙ্গতে চাইলে বিএনপির মিছিলের সামনে পুলিশ দাড়াতেই পারবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছে। আওয়ামীলীগ এবং পুলিশের কোন পাতানো ফাঁদে পা দিবে না বিএনপি। সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েই বিএনপি রাজনৈতিক কর্মসূচী পালন করছে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাশিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজ, মাওঃ আব্দুল্লাহ হিল কাফি,  সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এড. গুলজার খান, পৌর মৎস্যজীবি দলের সভাপতি তাজুল ইসলাম, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়া আক্তার রাখি প্রমুখ।


     এই বিভাগের আরো খবর