,

বানিয়াচঙ্গে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৬

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশংকা জনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গত রবিবার মকা ও চমকপুর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মকা দৌলতপুর ও চমপুর গ্রামবাসীর মধ্যে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত এমদাদুল ইসলাম, অজুদ মিয়া, আরিফ মিয়া, মারজান মিয়া, ময়না মিয়া, শরীফ মিয়া, ফারুক মিয়া, রবিউল ইসলাম ও রহমত আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ দাঙ্গাবাজকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর