,

নবীগঞ্জে ঝড় তুফানে ক্ষতিগ্রস্থদের অর্থ দিয়ে জনপ্রতিনিধির ভুমিকায় মহিউদ্দিন

মোঃ সুমন আলী খান ॥ নবীগঞ্জে ঝড় তুফানে ক্ষতিগ্রস্থ ও দুঃখিদের দুর্দশার করুন চিত্র দেখে অবশেষে তাদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজ সেবক শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ। তিনি হলেন ওই উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের কৃতি সন্তান। গত এক সপ্তাহে ঝড় তুফানে ক্ষতিগ্রগ্রস্থ হওয়ায় তার ইউনিয়নের দুটি গ্রামের প্রায় ৭০টি পরিবারকে ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। বিভিন্ন সুত্রে প্রকাশ, শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ দীর্ঘদিন যাবত ইংল্যান্ডে অবস্থান করে দেশের গরিব-দুঃখি মানুষের সাথে যোগাযোগসহ তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সময়ে তিনি দেশে আসেন। এ বছরের আগাম ঝড় তুফানের ফলে উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনদের বসত ঘরের ছালা উপড়ে গিয়ে তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তা দেখে শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ  মনকে স্থির রাখতে পারেননি। তাই তিনি নিজ এলাকা গুমগুমিয়া ও পাঞ্জারাই গ্রামের অসহায় ও হতদরিদ্রদের প্রায় ৬০টি পরিবারের মধ্যে দুই হাজার, তিন হাজার টাকা করে প্রায় দুই লক্ষ টাকা অর্থ সহায়তা করেন। এতে যারা সহায়তা পেয়েছেন তারা হলেন, গুমগুমিয়া গ্রামের ফারুক মিয়া, মগল মিয়া, লুৎফুর রহমান, রেফা বেগম, লিলাই সরকার, আল-আমিন, গিতন রায়, রিপেন্দ্র দেবনাথ, শফিক মিয়া, জিতু মিয়া, আহাদ মিয়া, রমজান মিয়া, সুজাত মিয়া, মিনা বেগম, আমিরুল ইসলাম, আব্দুল হান্নান, শিপন মিয়া, মোঃ রোকন উদ্দিন, নজমুল মিয়া, আলী মিয়া, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, এবং পাঞ্জারাই গ্রামের আনহার, আবদাল, ফুইজার মিয়া, লাল মিয়া, প্রমুদ মিয়া, মন মোহন, লেখন, হান্নানের স্ত্রী, আবুল হোসেন, ফুলছা বেগম, আশিক দাশ, আব্দুল আহাদ, লেবু মিয়া, জমশেদ মিয়া, কুরুশ মিয়া,  হায়দার মিয়া, মোহন মিয়া, গেদুনী, আজিজুল  ইসলাম,  আজিদ মিয়া, আবিদুর রহমান, ইবাদুর, আশিকুর, জিলু রহমান, আফতাব মিয়া, রিয়াজ উল্লাহ, নজিম মিয়া, আহমদ, দুলাল, মৌলদ, আলী হোসেন, সমির ও আব্দুল হক। এ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য অলিউর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিক, সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য লোকজন ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর