,

নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ থাকলেও ছালামতপুরে ৫শতাধিক গ্রাহক অন্ধকারে

লাইনের পাশে গাছ ও ডালপালা কর্তনের অনুমতি
চেয়ে পত্র দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভাধীন ছালামতপুর এলাকায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৫ শতাধিক গ্রাহক রয়েছে। দীর্ঘদিন ধরে উক্ত গ্রাহকগণ পৌরসভার সংযোগের সাথে সংযুক্ত না থাকায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটে ভুক্তভোগী হয়ে আসছেন। পৌর শহরে বিদ্যুত থাকলেও তারা থাকতেন অন্ধকারে। এছাড়া ওই এলাকায় বিভিন্ন প্রবাসী, আর্থিক প্রতিষ্টান অর্থাৎ ব্যাংক, বীমা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্টানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের বসবাস। ফলে বিদ্যুতের চরম ভোগান্তিতে অতিষ্ট ওই এলাকার জনপদ। এমতাবস্থায় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে সরকার ওই এলাকার গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে শেরপুর রোডের ছালামতপুরস্থ উত্তরা মার্কেট হতে পেট্্েরাল পাম্প পর্যন্ত প্রায় ১.৫০ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন তৈরীর লক্ষ্যে পোল স্থাপন করা হয়েছে। তার টেনে লাইন সম্পুর্ণ করার স্বার্থে রাস্তার পাশে অবস্থিত সড়ক ও জনপদ বিভাগের ছোট বড় প্রায় ৪০টি গাছ আংশিক ডালপালা এবং বাকী গাছ সম্পুর্ণ কর্তন করা প্রয়োজন। এ ব্যাপারে গত বুধবার বিকালে নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, কাউন্সিলর কবির মিয়া,  যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শেরপুর রোডের উক্ত স্থান পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবী প্রেক্ষিতে সড়ক ও জনপদ বিভাগসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উক্ত গাছ গুলো কর্তনের অনুমতির জন্য গতকাল বৃহস্পতিবার একটি পত্র প্রেরণ করেছেন ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম। গাছ গুলো কর্তন হলে বৈদ্যুতিক লাইন টানা সম্পুর্ণ হলে ওই এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় লোকজন।


     এই বিভাগের আরো খবর